Khoborerchokh logo

ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী 37 0

Khoborerchokh logo

ভারতীয় মিডিয়ার অপপ্রচারে বিহার-ওড়িশার মালিকানা দাবিতে সোচ্চার হবে বাঙালী: রিজভী

শুক্রবার ৬ ডিসেম্বর ২০২৪ইং রাজধানীর গুলশান ২ নম্বর গোলচত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বক্তব্যেই বললেন,বাংলাদেশের বিভিন্ন এলাকার মালিকানা দাবি করে সম্প্রতি রিপাবলিক টিভি যেসব বক্তব্য প্রচার করছে তা যদি ভারতের বক্তব্য হয়, তাহলে ভবিষ্যতে বিহার-ওড়িশাসহ বাংলাদেশের নবাব শাসিত এলাকাগুলোর মালিকানা দাবি করে বাংলাদেশের মানুষ সোচ্চার হবে ।

তিনি বক্তব্যে আরও যোগ করে বলেন,সাম্প্রদায়িকতার ধোয়া তুলে আধিপত্য কায়েম করতে চায় বলেই শেখ হাসিনার পতনের পর থেকে ভারত বাংলাদেশের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। এ কারণে দেশটির সঙ্গে তাদের কোনো প্রতিবেশীর সম্পর্ক ভালো না।
রিজভী বাণিজ্য নিয়ে বলেন,ভারত যদি তাদের আধিপত্যবাদের আচরণ পরিবর্তন না করে,তাহলে তাদের সঙ্গে বাংলাদেশের মানুষ ব্যবসা-বাণিজ্য করবে কি না সেটাও ভাবা হবে।



সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com